বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোজিনাকে হেনস্থা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে মুরাদনগরে সাংবাদিকদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০২১
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার সংবাদকর্মীরা।

বুধবার সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বরে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাহবুব আলম আরিফের উপস্থাপনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান রনি, আব্দুল আউয়াল সরকার, আবুল কালাম আজাদ, এমকেআই জাবেদ, এন এ মুরাদ, সফিকুল ইসলাম, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মনিরুজ্জামান, শামীম আহম্মেদ, দেলোয়ার হোসেন, ফাহাদ রহমান, এম এইচ শুভ, রাসেল মিয়া, মাহফুজুর রহমান রুবেল, ফয়জুল ইসলাম ফয়সাল, বশির আহাম্মদ ডালিম, সাজ্জাদ হোসেন শিমুল, আরিফ গাজী, আক্তার হোসেন ভুইয়া, নজরুল ইসলাম, মুন্সী মহসীন উদ্দিন আহাম্মদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্তে মুক্তিসহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন।

আর পড়তে পারেন