মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব-১১ এর অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

মঙ্গবার (০৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার পাঁচোড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে মোঃ সৈকত খান (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃত সৈকত খান কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হকের ছেলে।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

র‌্যাব আরও জানায়, সমাজে মাদকের ভয়াবহতা রোধে তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আর পড়তে পারেন