শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে লাগামহীন নিত্যপণ্যের মূল্য

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসাম ঃ
লাকসামে নিত্যপন্যের বাজার যেনো লাগামহীন ঘোড়ার মতো ছুটছে, সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গত দু’সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২০/২২ টাকা। গ্রামগঞ্জের বাজারগুলোতে আরো অধিক মূল্যে বিক্রি করছে নিত্যপন্যেগুলো। সব ধরণের সবজির বাজারে আগুন লাগায় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ মানুষের। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দ্রব্যমূল্যের এ উর্ধগতি বলে দাবী ব্যবসায়ীদের।
গত ২/৩ দিনে সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০/২২ টাকা। সব ধরনের সবজি ৪৫ টাকা থেকে বেড়ে ৭০/৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। বেগুন গত সপ্তাহে প্রতি কেজি ছিল ৪৫ টাকা বর্তমানে প্রতি কেজি ৬০/৬৫ টাকা বিক্রয় হচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচ, আলু, করলা, টমোটো, শিম, ঝিংগাসহ সব সবজির মূল্য দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সাধারন ক্রেতারা।
ছোট-বড় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০/২২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০/১৪০ টাকা দরে। এ ছাড়া প্রতি কেজি রসুন ১২০/১৩০ টাকা,আলু ২০/২২ টাকা, শীম ৮০/১০০, টমেটো ১০০/১৩০, শশা ৫০/৬০, চালকুমড়া মাঝারী পিচ ৪৫, পটল ৫০/৬০, ঢেড়স ৪৫/৫৫, ঝিঙ্গা ৪৫/৫৫, করলা ৭০/৮০, কাকরল ৪৫/৫০, পেঁপে ২৫/৩০, কচুমুখী ৩০/৩৫, কাঁচকলা হালি ২৫/৩০, লেবু হালি ২০/২৫, লাল শাক ১৫/২০ আঁটি, পুইশাক ২০/২৫ আঁটি টাকা দরে বিক্রি হচ্ছে। ৩/৪ টি মুদি পন্য ছাড়া গত সপ্তাহের দামেই স্থিতিশীল রয়েছে অধিকাংশ মুদিপণ্যের দাম। বাজারে প্রতি কেজি ছোলা ৮০ টাকা, মাসকলাই ৭৫/৮০ টাকা, মসুর ডাল ১২০/১৩০ টাকা, দারুচিনিসহ অন্যান্য পন্য। বেড়েছে আদা ১২০/১৩০, রসুন ১২০/১৩০, এলাচি ১৬০০, জিরা ৩৫০/৩৭০ টাকা। তবে ভোজ্য তেলের দাম আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা গেছে, প্রকার ভেদে বস্তা প্রতি ৫০/১০০ টাকা কমে বিক্রি হচ্ছে। এ বাড়তি দামের কারন হিসাবে ব্যবসায়ীরা টানা বর্ষন, জলাবদ্ধতাসহ পাইকারী আড়ৎদারকে দায়ী করছেন।
লাকসাম বাজারের সবজি ব্যবসায়ী মীর হোসেন জানান, আমাদের যে রকম ক্রয় সেই রকম বিক্রয়। আমরা কেজি প্রতি ২/৪ টাকা মুনাফার মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করছি।

আর পড়তে পারেন