শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে পরিবহন সঙ্কট, ভাড়াও বেশি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০১৭
news-image

 

সেলিম সজীব ঃ

 

লাকসামে লোকাল রুটে ব্যাপক পরিবহন সঙ্কট দেখা দিয়েছে। রবিবার সকাল থেকেই লাকসাম বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চিএনজি ও অটোরিক্সা স্টান্ড গুলোর মধ্যে যাত্রীদের উপচে পড়া ভিড়। সরেজমিনে লাকসাম বাইপাস ঘুরে দেখা গেছে, চিএনজি স্টপেজগুলোতে যাত্রীদের বেশি আনাগোনা। বাইপাস চিএনজি স্টপেজে কথা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ফয়জুনেসা চামেলি সঙ্গে। তিনি মনোহরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে চিএনজি জন্য অপেক্ষা করছেন। প্রায় একঘন্টা ধরে কোনো চিএনজি পাননি। এতে করে ঢাকা এবং চিটাগাং থেকে আসা যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, ঢাকা থেকে জহিরুল ইসলাম এসে একই রকম ভোগান্তি পড়েছেন। পরিবহন সংকট এর কারনে কিছু লোভী পরিবহণ চালকের প্রত্যেক যাত্রীথেকে ১০ থেকে ২০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। একজন পরিবহণ চালকের সাথে কথা বলে জানা গেছে তাদের গাড়ির জিপি/টোল নাকি ১০-২০ টাকা বাড়ানোর কারনের সাধারণ যাত্রীদদের কাছ থেকে তারা ভাড়া বাড়িয়ে নিচ্ছে।

আর পড়তে পারেন