শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাইয়ে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২২
news-image

 

মোস্তফা কামাল মজুমদার :
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের মনোহরপুর সওদাগর বাড়ির বড় চেঙ্গাহাটার মৌজাস্থিত ১নং খাস খতিয়ান ভুক্ত ৮৩৩ নং দাগের রাস্তার উপর  একচালা টিনের দোকানঘর নির্মাণ করে  অবৈধভাবে ভোগ দখল করেছেন;যার ফলে জনগণের চলাচলে বিঘ্নকারি অবৈধ স্থাপনাটি অপসারণ করার জন্য নোটিশ জারি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার।

মনোহরপুর সওদাগর বাড়ির, বাগমারা ২০শয‍্যা হাসপাতাল ও চেঙ্গাহাটা পূর্বপাড়ার একাংশের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনেজের উপর গত প্রায় একযুগ ধরে খাস খতিয়ান ভুক্ত জায়গা অবৈধ ভাবে দখল করে ড্রেনের উপর দোকান নির্মাণ করে নিজেই ব‍্যবসা পরিচালনা করে আসতেছেন।

সওদাগর বাড়িসহ আশপাশের স্থানীয় এক হাজার বাসিন্দা বর্ষা মৌসুমে চরম দূর্ভোগের পড়েন। বাগমারা উত্তর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দারা অবৈধ স্থাপনা অপসারণ করে পূনরায় ড্রেনেজ ব‍্যবস্থা নির্মাণের জন‍্য ৪৬জন স্বাক্ষরিত আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ বরাবর।

বর্তমানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাছরীন আক্তার এর স্বাক্ষরিত নোটিশে অবৈধ স্থাপনাটি অপসারণ কাজ চলছে।

 

আর পড়তে পারেন