শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরের কচুয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর উদযাপন নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কচুয়া থানার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া সার্কেল, সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী ।
এসময় তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, উজানী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, পৌর আমির অধ্যাপক জাকির উল্যাহ শাজুলি, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, কচুয়া জামেয়া আহমেদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবু হানিফ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মঞ্জুর আহম্মদ সেলিম, কচুয়া পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার,
কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা প্রমুখ ।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই সবার সহযোগিতায় এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। ধর্ম যার যার—কিন্তু উৎসব সবার। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি/সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।