শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার টিম

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দাদিয়াপাড়া শেখ বাড়ি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ডে নাইট এর উদ্যোগে আয়োজন করা ফুটবল খেলায় শেখ বাড়ি একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সদস্য টিম।

এই খেলা চাঁদপুর শাহরাস্তি থানার দাদিয়াপাড়া শেখ বাড়ি শাহ আলম স্টোর সংলগ্ন মাঠে মঙ্গলবার ( ৬ জানুয়ারি) দিনব্যাপী দাদিয়াপাড়া গ্রামের বিভিন্ন এলাকার ক্রীড়া অনুরাগীদের নিয়ে এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (মানিক) ক্রীড়া প্রেমীদের উৎসাহ দিতে গিয়ে বলেন, খেলাধুলার জন্য ফুটবল, জার্সি ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখে। আমি আপনাদের পাশে আছি এবং সব ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, আপনারা যে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দেশের বাইরে থেকেও আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। এই প্রচেষ্টা যেন আরও বিস্তৃত হয় এবং ভবিষ্যতে আরও বেশি যুব সমাজকে সমাজসেবায় উদ্বুদ্ধ করে—এ প্রত্যাশা রাখি। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। আমি আশা করি, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সংগঠন এই ক্রীড়া প্রেমী যুবকদের উদ্যোগে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টে খেলায় বিভিন্ন ইভেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেন। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার দল এক শূন্য বলে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে শেখ বাড়ি একাদশ টিম ১-০ গোলে পরাজিত হয়।

পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। এ সময় খেলায় অংশগ্রহণকারী সকল দল ও সংগঠনের উপদেষ্টাদের হাতে সম্মানতা স্মারক তুলে দেন অতিথিরা।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার বিজয়ীরা হলেন মো: রাকিবুল ইসলাম রাকিব, মো: তুহিন মো: অন্তু মো: সাকিব মো: আরমান মো: সিয়াম। এ সময় আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন