শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত- আবহাওয়া অধিদপ্তর

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে দেশের সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ।

বুধবার আবহাওয়া অধিদফতর জানায়, বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আর পড়তে পারেন