শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রীর দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন নওয়াজ শরিফ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রীর দাফনে অংশ নিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্যারোলে মুক্তি পাচ্ছেন। একই কারণে মুক্তি পাচ্ছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার তার স্ত্রী কুলসুম নওয়াজ মারা গেছেন। তবে তারা যদি কুলসুন নওয়াজের দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেতে চান তাহলে তাদেরকে আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা বলা হয়েছে।

কুলসুম নওয়াজের মরদেহ লন্ডন থেকে পাকিস্তানে আনার সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরিফের পরিবার। পাকিস্তানের মাটিতেই কুলসুমকে দাফন করা হবে বলে জানায় পরিবারটি।

উল্লেখ্য, ২০১৭ সালের জুন থেকে ফুসফুসের সমস্যা ও ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন কুলসুম নওয়াজ। ওই ক্লিনিকেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আর পড়তে পারেন