বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে দাউদকান্দির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ১৮০ শিক্ষার্থীর হাতে প্রধামন্ত্রীর উপহার ট্যাবগুলো তুলে দেন দেশসেরা উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
জানা যায়, ২০২১ সালের জনশুমারী ও গৃহগণনা প্রকল্পে ব্যবহৃত ওই ট্যাবগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এবং বাংলাদেশে পরিসংখ্যান ব্যুারো এর সহযোগিতায় দাউদকান্দিতে ১৮০টি ট্যাব বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, দাউদকান্দি প্রেস ক্লাব সাংবাদিক হাবিবুর রহমান। এছাড়া মালিগাও ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ ও মারুকা ইউপি চেয়ারম্যান এএসএম শাহজাহান ভূঁইয়াসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন