বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০টার দিকে হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। এরপরই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।এআরডিও শাহিদুল হক দেওয়ানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভুইয়া, থানা অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, মুক্তিযোদ্ধা সৈয়দ মো.ইসমাইল হোসেন,মো. হুমায়ুন কবির,মো. আনোয়ারুল মুজাহিদ, জেলা পরিষদ সদস্য মো.মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো.ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূইয়া, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাস প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।

 

শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোমনা থানা, পৌর সভা ছাড়াও হোমনা সরকারি ডিগ্রি কলেজ, হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, দুলালপুর চন্দ্র মনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়, আছাদপুর হাজী সিরাজ উদ দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয়, নিলখী উচ্চ বিদ্যালয়, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা, চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসা, হোমনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, মনিপুর সামসুল হক ভূইয়া দাখিল মাদ্রাসা, তেভাগিয়া চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উপজেলা কৃষক লীগ, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ, কিশোর কিশোরী ক্লাব, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি পৃথক পৃথক ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এছাড়া বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন মো. ইকবাল হোসেন সজীব, মো. রাহিদ হাসান দাদন, রিয়াজুল হক মানিক, আইরিন আক্তার ডেইজী, শান্তি রঞ্জন সূত্রধরসহ স্থানীয় ও উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ,পরে রাত ৯টায় হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাস করা হয়।