শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪৩ বলে ১০১, টি-টোয়েন্টির নতুন রেকর্ড গড়লেন বুম বুম আফ্রিদি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রথম কোয়াটার ফাইনালে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।হ্যাম্পশায়ারের হয়ে ওপেনিং করতে নেমে এদিন ঝড় তুলেন বুম বুম আফ্রিদি। ০০ জার্সি পরিহিত আফ্রিদি ৭ ছক্কায় ১০ চারে ৪৩ বলে ১০১ রান করেন।

তার ঝড়ো শতকের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রান করে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে ডাম্বিশায়ার। এতে ১০১ রানের বিশাল জয় পায় আফ্রিদিরা।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টিতে তকমা লাগানো সাড়া জাগানো খেলোয়াড় হলেও এটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক।

এ সেঞ্চুরি দিয়েই একটা বৃত্ত পূরণ হলো আফ্রিদির। ১৯৯৭ সালে কেনিয়াতে ৩৭ বলের এক অবিশ্বাস্য ঝড় দিয়ে নিজের আগমনী বার্তা জানিয়েছিলেন। ২০ বছর (দিনক্ষণ গুনলে ৭৬২৭ দিন) পর নিজের শেষ দেখতে পাওয়া আফ্রিদি আরেকটি সেঞ্চুরি করে জানিয়ে দিলেন, ‘ফুরিয়ে গেছেন আফ্রিদি’—এমন কিছু বলার ঝুঁকি না নেওয়াই ভালো!

আর পড়তে পারেন