শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এড. মান্নান মজুমদার স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২৫
news-image

বি এম মহিউদ্দিন:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পূর্ব শ্যামপুর মজুমদার বাড়িতে বুধবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট মান্নান মজুমদার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় দুস্থ, অসহায় ও গরীবসহ সকলের সুচিকিৎসা সেবা প্রদান করতেই মরহুম এ্যাডভোকেট মান্নান মজুমদারের বড় ছেলে মাশরাফি মান্নান মজুমদার এ আয়োজন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন,নিউরোলজি, স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও নাক কান গলা বিশেষজ্ঞসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগী দেখেন।

উপস্থিত চিকিৎসকগণদের মধ্যে ছিলেন ডা: মো: আমজাদ হোসেন মজুমদার এমবিবিএস, এমএস (জেনারেল), শিক্ষানবিশ রেসিডেন্ট, নিউরোসার্জারি বিভাগ, বিসিপিএস (মেডিসিন, অনকোলজি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডা: নাফিও বিনতে আজাদ এমবিবিএস, ডিএফএস (আল্ট্রাসনোগ্রাম), এফসিপিএস (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডা: মো: মেহেদী হাসান (সবুজ) এমবিবিএস, এমএস (ডেন্টিস্ট্রি), (নাক-কান-গলা), জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট, ঢাকা, ডা: রবিউল হোসেন পাটোয়ারী (রবি) এমবিবিএস, ডিএমইউ, পিজিটি, General Physician, মেডিকেল অফিসার, আনোয়ার ভিলেজ, কুমিল্লা রেঞ্জ।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় এক মহিলা নুরুন্নাহার বেগম জানান, এ্যাডভোকেট মান্নান মজুমদার একজন ভালো ও দানশীল ব্যক্তি ছিলেন তিনি হত-দরিদ্র বা গরীব মানুষ থেকে কখনো মামলার ফি নিতেন না। আজকে আমরা ফ্রি তে ডাক্তার দেখাতে পেরেছি যা আমাদের যাতায়াত খরচ ও ডাক্তার ফি লাগেনি এতে আমিসহ এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছি। আমরা চাই এ্যাডভোকেট মান্নান মজুমদারের স্ত্রী ও ছেলে মেয়েরা এমন সামাজিক কাজ করে উনার সুনাম ধরে রাখে। আমরা উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর বিষয়ে এ্যাডভোকেট মান্নান মজুমদারের বড় ছেলে মাশরাফি মান্নান মজুমদার বলেন, আব্বু সবার প্রিয় একজন লোক ছিলেন। আব্বু সামাজিক কাজ করতে পছন্দ করতেন। বিশেষ করে কাউকে কিছু দান করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ মক্তবে দান করাসহ সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। আমরাও চাই আব্বুর অসমাপ্ত যেসব সামাজিক কাজ রয়েছে তা করে যেতে। আজকের এই মেডিকেল ফ্রি ক্যাম্প সেবা সমাজের মানুষের জন্য অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ আগামীতে আব্বুর স্মরণে আরো বড় বড় সামাজিক কাজ করবো।

উল্লেখ্য যে, এ্যাডভোকেট মান্নান মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পিপি ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ সালে তিনি ইন্তেকাল করেন। তার জীবদ্দশায় তিনি অগণিত মসজিদ, মাদ্রাসা, মক্তব, গৃহহীনদের গৃহ নির্মাণে দান করে গিয়েছেন। বর্তমানে তার পরিবার তা অব্যাহত রাখতে চাচ্ছেন।

আর পড়তে পারেন