স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বিজনা ব্রিকস নামের ইটভাটাকে চার লাখ টাকা ও কসবা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুই ইটভাটাকে সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল ইটভাটা দুটির কর্তৃপক্ষ।
হাসিবা খান জানান, বিজনা ব্রিকস শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হওয়ার কারণে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছে না। তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। আর কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই, এটা তারা সংগ্রহ করেননি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।