স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পথচারী। এ ঘটনায় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা তিনটার দিকে দাউদকান্দি উপজেলার পেন্নাইতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির আহম্মদ।
নিহত পথচারীর নাম বারেক ব্যাপারী (৬৫)। তিনি দাউদকান্দি উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রী লাকসামের বাইপাস এলাকার চাকরিজীবী দীপ্ত সরকার ও তাঁর স্ত্রী আঁখি সরকার বলেন, ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরগামী হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাসটি মেঘনা সেতু অতিক্রম করার পর থেকেই দ্রুতগতিতে চালাতে থাকে। যাত্রীরা বাস আস্তে চালাতে বললেও চালক তাতে কর্ণপাত করেননি। পরে পেন্নাইতে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
এসআই মো. মনির আহম্মদ জানিয়েছেন, বাসের চালক ও সহকারী পলাতক। বাসটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।