Tag Archives: কুমিল্লায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ

কুমিল্লায় পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা: গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনায় পরকীয়ার জেরে প্রেমিককে হত্যার ঘটনায় স্বামী ও স্ত্রী দুই জনেকে গ্রেফতার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাবুর গাঁও গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী শুক্কুর আলী। শুক্রবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাবিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানান, ৯ আগস্ট সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকার পুকুর থেকে আরিফ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরিফ হোসেন পেশায় ছিলেন রাজমিস্ত্রি। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে।

আরিফের সাথে গ্রেফতারকৃত চার সন্তানের জননী ফাতেমা বেগমের পরকীয়া ছিল। এক মাস পূর্বে ফাতেমা বেগম স্বামীর বাড়ি থেকে পালিয়ে আরিফের ভাড়া বাড়িতে চলে আসে। উভয়ে এক মাস স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাড়িতে থাকার পর ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে না করে প্রতারণা করছে। তাই সে তার পূর্বের স্বামী শুক্কুরকে জানায়। পরে স্বামী স্ত্রী মিলে আরিফকে উচিৎ শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে।

এর প্রেক্ষিতে গত ৭ আগস্ট রাতে ওই ভাড়া বাসায় আসে শুক্কুর। খাটের নিচে লুকিয়ে থাকে। রাতে আরিফ বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় খাটের নিচ থেকে বের হয়ে আসে শুক্কুর। প্রথমে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে শুক্কুর। আরিফকে বালিশ চাপা দেয় ফাতেমা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আরিফের বড় ভাই তারিছ আলী বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর শোয়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান।

কুমিল্লায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ,ছয় বছরের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

পুত্রবধূর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন শশুর।শশুরের অভিযোগ অনুযায়ী পুত্রবধূ একাধিক পরকীয়া, বিয়ে, অর্থ আত্মসাৎ এবং ছয় বছরের শিশুকে হত্যাচেষ্টাসহ নানা অপকর্মের সাথে জড়িত।

শশুর আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ রাচিয়া গ্রামের বাসিন্দা মোঃ মুসলেম উদ্দিন।তার ছেলে রনি উদ্দিনের স্ত্রী হচ্ছে লিজা উদ্দিন (২৩)।

তিনি তার পুত্রবধূ লিজা, লিজার বাবা আবুল কালাম (৫০) এবং মা হোসনেআরা (৪৫) বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা একই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাহেব নগর গ্রামের বাসিন্দা।

ইতালী পুত্র রনি উদ্দিন ফোনে জানায়, অভিযুক্ত তার স্ত্রী লিজা তিন থেকে চারটি ছেলের সাথে পরকীয়ায় আসক্ত। সে আমার সাথে ইতালি গিয়ে অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা ও পরকীয়ায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এছাড়াও আমাকে কোন প্রকার তালাক না দিয়ে পর পর দুইটি বিয়ে করেছেন। সম্পত্তি ক্রয়ের কথা বলে আমার কাছ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন তার বাবা আবুল কালাম ও মা হোসনেআরার যোগসাজশে।

শশুর মুসলেম উদ্দিন জানান, ২০১১ সালের ২৮ জুলাই অভিযুক্ত দূর্গাপুর ইউপির সাহেব নগর গ্রামের আবুল কালামের মেয়ের সাথে পারিবারিকভাবে আমার ছেলে রনি উদ্দিনের বিয়ে হয়। ইতালি প্রবাসী রনি উদ্দিন বিয়ের পর স্ত্রীকের রেখে পূণরায় ইতালিতের চলে যান। ২০১২ সালের ১৮ অক্টোবর রনি উদ্দিন স্ত্রী লিজাকেও ইতালিতে নিয়ে যান। প্রবাস দাম্পত্য জীবনে সোহান উদ্দিন নামে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর বছর খানিক তাদের দাম্পত্য জীবন ভালোভাবে অতিক্রম করে। এর মধ্যেই স্ত্রী লিজা তার কর্মস্থলের দেওয়ান সোহাগ নামে এক কলিকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়া নিয়ে রনি ও লিজার মধ্যে কলহ ও বিরোধ সৃষ্টি হয়।

এরপর লিজা ছেলে সোহানকে স্বামীর কাছে রেখে পরকীয়া প্রেমিক ইতালিস্থ বাসায় থেকে চাকুরি করতেন। পরবর্তীতে পরকীয়া প্রেমিক দেওয়ান সোহাগ লিজাকে রেখে বাংলাদেশে এসে অপর একটি মেয়েকে বিয়ে করে ইতালিতে নিয়ে যায় এবং লিজাকে বাসা থেকে বের করে দেয়।

এরপর থেকে লিজা আমার ছেলে রনির বিরুদ্ধে ইতালি কোর্টে নানা রকম মিথ্যা মামলা দায়ের করে হয়রানির শুরু করে। এরমধ্যেই চলতি বছরের ২০ ডিসেম্বর লিজা বাংলাদেশে এসে পুরাতন প্রেমিক নুরুল আমিন নামের তার আত্মীয় এক ইন্ডিয়া নাগরিককে বিয়ে করেছে। এই অবৈধ বিয়ের সাথে পরকীয়ায় আসক্ত অভিযুক্ত লিজাউদ্দিনের বাবা আবুল কালাম ও মা হোসনেআরা জড়িত।

লিজা পরপর দুইটি বিয়ে করলেও আমার ছেলে রনিকে কোন প্রকার ডিভোর্স লেটার বা তালাক নামা দেয়নি। পাঁচথুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান,এ বিষয়ে তিনি কিছু জানেন না। এমনকি ইউপি চেয়ারম্যান লিখিত ভাবেও ডির্ভোসের বিষয়ে কিছু জানেন না বলে জানান।

মুসলেম উদ্দিন আরও জানান, ইতালি থাকা অবস্থায় বাবার এলাকায় সম্পত্তি ক্রয়ের কথা বলে লিজা ৩৫ লাখ আত্মসাৎ করেছে। এছাড়া বিভিন্ন ভাবে আমার ছেলে রনির কাছ থেকে লিজা লাখ লাখ টাকা গোপন করেছে। তাছাড়াও লিজা ইতালিতে গিয়ে বিভিন্ন প্রবাসী ছেলেদের সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্ক করে প্রচুর অর্থ আত্মসাৎ করে সম্পদের মালিক হয়েছে। ইতালি তার আয়ের সাথে ব্যাংক ডিপোজিটের বিশাল ব্যবধান রয়েছে।

তিনি জানান, লিজা তার ছেলের শিশু সন্তানকে বহুবার অমানুষিকভাবে মারপিট করেছে। যা পৃথিবীতে নজিরবিহীন। শিশুটিকে প্রচন্ড মারপিটসহ মাথার চুল উপড়ে ফেলা, পায়খানার রাস্তায় আঘাতে রক্তক্ষরণসহ হিংসাত্মকমূলক কর্মকান্ড করেছে। এছাড়াও তৃতীয় বিয়ের পর ইতালি গিয়ে আমার ছেলে ও নাতিকে আরও ব্যাপকভাবে হয়রানি করবে বলে হুমকি দিয়ে আসছে।

আমি প্রশাসনের নিকট এর বিচার দাবি করছি। এই রকম অপরাধ কর্মকা- ও হয়রানি করে মানুষ কিভাবে প্রকাশ্যে চলতে পারে। তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে একাধিকবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, মুসলেম উদ্দিন নামে এক ব্যক্তি এই ধরনের একটি অভিযোগ করেছেন। আমরা অভিযোগ আমলে নিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।