Tag Archives: কুমিল্লায় পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন আটক

কুমিল্লায় পৃথক অভিযানে ১৬ হাজার ৫১০ পিস ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ১৬ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল।

বুধবার (১৪ এপ্রিল) জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে এবং নগরীর আমতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মোঃ মিঠুন সর্দার ও মোঃ ঢাকইয়ের কাছ থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আমতলী এলাকায় মোঃ সাইফুদ্দিন মিলন @ ময়নার কাছ থেকে ৬ হাজার ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকার সাভারের পোড়াবাড়ি গ্রামের ইরান সর্দারের ছেলে মোঃমিঠুন সর্দার (৩৩), একই গ্রামের ফজল হকের ছেলে মোঃ ঢাকই (৪৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ সাইফুদ্দিন মিলন @ ময়না (৪০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লায় পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে সর্বমোট ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ২৩ ফেব্রুয়ারি সকালে সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজারের সদর থানার কলাতলী চন্দ্রিমা মাঠ গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মনসুর আলম (২৬), মৃত আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক(১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবলু (২২), ব্রাক্ষনপাড়া উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং ব্রাক্ষনপাড়া উপজেলার বাগড়া গ্রামের মৃত. নানু মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০)।

র‌্যাব জানান, একটি অভিযানে একটি ছোট কাভার্ড ভ্যানে করে ৭৪ কেজি গাঁজা পাচাঁরের সময় মোঃ বাবলু (২২), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ ফারুককে (৩০) আটক করা হয়। আরেকটি অভিযানে মোঃ মনসুর আলম (২৬) ও আবু বক্কর সিদ্দিককে(১৯) ৪৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।