স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সব উপজেলা নির্বাচন অফিসে ভোটের সরঞ্জাম পাঠিয়েছেন জেলা নির্বাচন অফিস।
শুক্রবার বিকেল থেকে জেলা কার্যালয় থেকে প্রত্যেক উপজেলায় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হয়। শনিবার উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে এই সরঞ্জাম পাঠানো হবে।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সব প্রস্তুতি ভালভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। ভোটের সরঞ্জাম শুক্রবার উপজেলা গুলোতে পাঠানো হয়েছে। শনিবার কেন্দ্রে কেন্দ্রে নির্ধারিত সময়ে চলে যাবে।