স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোচালক মারা গেছেন। সোমবার সকালে উপজেলার কলাকান্দি গ্রামের মসজিদ সংলগ্ন একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের ভুট্টো মিয়ার ছেলে।
সাকিবের চাচা মানিক মিয়া জানান, সোমবার সকালে সাকিব হোমনার কলাকান্দি গ্রামের মসজিদ সংলগ্ন একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় সংযোগ দেয়া তারে আগুন জ্বলতে দেখে তার এক বন্ধু চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে প্রথমে রামকৃষ্ণপুর ও পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালাম সিকদার জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।