Tag Archives: কুমিল্লায় ভারী মালামাল বহন করায় ৫৬টি গাড়ি জব্দ

কুমিল্লায় ভারী মালামাল বহন করায় ৫৬টি গাড়ি জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ
মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ভারী মালামাল বহন করায় কুমিল্লায় ৫৬টি পরিবহন জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১শ ৯ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ঝুঁকিপূর্ণভাবে রড, বাঁশ ও অন্যান্য ভারী মালামাল বহন করায় ৫৬টি গাড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত গাড়ির মালিকের বিরুদ্ধে পরিবহন বিধির ৮৯তম আইনে মামলা করে পুলিশ।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, বাঁশের ক্ষেত্রে ৬ফিট, রডের ক্ষেত্রে ৩ফিট, আসবাবপত্র পরিবহনের ক্ষেত্রে ২ফিট জায়গা পাবে। দিনের বেলা মালবাহী গাড়ি চললে লাল কাপড় ঝুলিয়ে রাখতে হবে, যে গাড়িতে লাল কাপড় ঝুলানো না থাকবে তাদের আমরা আটক করবো।