কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ মিন্টু বলেন, আব্দুস সবুর ভাই নৌকার মাঝি হয়েছেন। আমরা অত্যন্ত খুশি, দাউদকান্দি তিতাসবাসিও খুশি এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ । দাউদকান্দি তিতাসের জনগনের কাছে আব্দুস সবুর মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারে প্রতিচ্ছবি হয়ে থাকবেন । আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার দাউদকান্দিতে যখন মন্ত্রী ছিলেন উন্নয়ন কি করেছে সেটার ফিরিস্তি নাইবা টানলাম, একজন মানুষ সবার উপকার করতে পারে না, কিন্তু আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার বৃহত্তর দাউদকান্দির কোন মানুষের ক্ষতি করেছে এমন নজির নেই।
রবিবার বিকালে দাউদকান্দির বলদাখাল রাঙ্গা বউ কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমিল্লা -১আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো: বশিরুল আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা: পারুল আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী, খলিল তালুকদার, উপ-দপ্তর সম্পাদক জাকির হাজারী, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।