Tag Archives: ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক ও থানার এসআই শেখ মফিজুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা জিরাপ পূর্বপাড়া আলমগীরের চৌচালা টিন শেডের ঘরের ভেতর থেকে ৩৯ কেজি গাঁজাসহ মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ আনিছুর রহমান (২৪) আটক করে।

বুধবার সকালে থানায় আটককৃত আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।