স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ সাইফুল মেম্বারের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ২০২৩ শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৩ শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করে।
গজারিয়া একতা ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া পরিচালনায় ও বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জনাব মোঃ দৌলত জামান ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়ধুশিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য রুহুল আমিন মোল্লা,ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফ খাঁন আকাশ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লোকমান হোসেন, ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (মেম্বার)। আরও উপস্থিত ছিলেন এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বড়ধুশিয়া মাধ্যমিক এসএসসি পরীক্ষার্থী ২০২৩ শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসাবে একটি ফাইল,কলম,স্কেল,রাবার ইত্যাদি শিক্ষা সামগ্রী উপকরণ প্রদান করেন অতিথি বৃন্দরা।
অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
সাইফুল ইসলাম মেম্বার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পূর্বের ন্যায় ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য উনার এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।