শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তাদের সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক সিঙ্গাপুর। অন্যদিকে, সূচকের সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে আফগানিস্তান।
সূচকে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় চার ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৩তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, এবং তার আগের বছর (২০২৩ সালে) বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।
হেনলির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন।
২০২৫ সালের সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
যুক্তরাষ্ট্রের অবস্থান নবম। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে তাদের অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরেই রয়েছে ভারত, যার অবস্থান ৮০তম। ভূটান ৮৩তম অবস্থানে রয়েছে, এবং ভূটানের পাসপোর্টধারীরা ৫১টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। মিয়ানমারের অবস্থান ৮৮তম, এবং তাদের পাসপোর্টধারীরা ৪৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। শ্রীলঙ্কা ৯১তম অবস্থানে রয়েছে, আর বাংলাদেশের ঠিক পরে ৯৪তম অবস্থানে রয়েছে নেপাল।