শারদীয় দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তায় থাকবে হাজীগঞ্জের ২৯ পূজামণ্ডপ
আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২৯ টি পূজামন্ডপে তিন স্তরে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ, আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক।
তিনি জানান, হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে অধিক গুরুত্বপূর্ণ ১৮টি, গুরুত্বপূর্ণ ৮টি এবং সাধারণ গুরুত্বপূর্ণ ৩টি সহ মোট ২৯টি পূজা মন্ডপ রয়েছে। ‘অধিক গুরুত্বপূর্ণ’ পূজা মন্ডপে ৮ জন এবং ‘গুরত্বপূর্ণ’ মণ্ডপে ৬ জন ও ‘সাধারণ’ মন্ডপে ৪ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া বিশেষ বিবেচনায় ‘অধিক গুরুত্বপূর্ণ’ ও গুরুত্বপূর্ণ’ মণ্ডপগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও হাজীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাঁচটি মোবাইল টিম গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও। তিনি আরো বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।