Tag Archives: শাহরাস্তি আ’লীগের ঘাটি

শাহরাস্তি আ’লীগের ঘাটি ,কথায় নয় কাজে প্রমাণ করতে হবে

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাদঁপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী হাজী লতিফের পক্ষে গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, আইটিইটি’র প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু টেক্সটাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট, হ্যামস্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার সফিকুর রহমান সি আই পি।

তিনি বলেন, শাহরাস্তি আওয়ামী লীগের ঘাঁটি,  কথায় নয় কাজে প্রমাণ করতে হবে ২৮ শে ফেব্রুয়ারী।

এ সময় নৌকার প্রার্থী হাজী আব্দুল লতিফ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আলম স্বপন, বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম প্রমুখ।

ইঞ্জিনিয়ার সফিকুর রহমান নেতা কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড গণসংযোগ শেষে ৭ নং ওয়ার্ডে এসে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা করেন। মত বিনিময় সভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২৮ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। তিনি বলেন- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ থাকবে আগামী ২৮ তারিখ আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করবেন।

এরপর সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা নেতৃবৃন্দ মেয়র পার্কে এক নির্বাচনী মতবিনিময় সভা করেন। এ সময় নির্বাচন উপকমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলনে।