Tag Archives: স্বেচ্ছাসেবক

নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বেচ্ছোসেবকদল সভাপতি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মো. ইব্রাহিম খলিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিল। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে।