সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিআরটিসি বাস কাউন্টারকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০২২
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চাঁদপুর টু ঢাকা রুটে চলাচলকারী হাজীগঞ্জ বিআরটিসি বাস কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মাসের গত ৪ তারিখে চাঁদপুরের হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে টিকেট কেটে যাত্রা করেন এক যাত্রী। টিকেটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০০ টাকা। এসময় বাস কাউন্টারে দায়িত্বরত কর্তৃপক্ষের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে গত ৯ মে যাত্রী হাবিবা আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার কাছ থেকে নির্ধারিত ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা আদায় করা হয়েছে।

উক্ত অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ মে) হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এবং জরিমানার ২৫ শতাংশ ২ হাজার টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিক প্রদান করা হয়েছে।

আর পড়তে পারেন