রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় বাংলার মানুষ: জামায়াত আমির

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০২৪
news-image

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় বাংলার মানুষ: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ দেখতে চায়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ দেখতে চায়।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্য আমাদের সবাইকে একটি নতুন যুদ্ধে অংশ নিতে হবে। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ বা টেন্ডারবাজদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তোলা না গেলে জাতি বারবার পথ হারাবে।”

১৫ বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারা দেশ থেকে আসা সদস্যরা সকালেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন।

এই সম্মেলনে ২০২৫-২৬ মেয়াদের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সাধারণ সম্পাদক মনোনীত করবেন সারা দেশ থেকে আসা সদস্যরা।

আর পড়তে পারেন