আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দেবিদ্বারের রোশন আলী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে নির্বাচন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দেবিদ্বার এস এ সরকারি কলেজের সাবেক ভিপি এটিএম মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন দুলাল আরো অনেক উপস্থিত ছিলেন।
মনোনয়ন সংগ্রহের পর রোশন আলী বলেন, অসম্প্রদায়িক স্মার্ট দেবিদ্বার বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও দেশরত্ন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসাবে দলের কঠিন দুঃসময়ে ছিলাম আছি, আগামীতেও থাকব। আমি দেবিদ্বার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।