সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবরারের ছোট ভাই ঢাবিতে ৪৪তম, তবে বুয়েটেই পড়ার ইচ্ছা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪তম হয়েছেন। তিনি এর আগে বুয়েটের ভর্তি পরীক্ষায় ৪৫০তম স্থান অর্জন করেন। তবে বুয়েটেই পড়ার ইচ্ছা তার।

সোমবার (৪ জুলাই) ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশের পর তার ফল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে থাকে।

এ বিষয়ে জানতে আবরার ফাইয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভর্তি পরীক্ষায় ৪৪তম হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফাইয়াজ বলেন, আমি ঢাবিতে ৪৪তম হয়েছি। তবে বুয়েটেই ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। বাবারও ইচ্ছা বুয়েটে ভর্তি করানোর। তবে মা এখনো বুয়েটে ভর্তির বিষয়ে রাজি না।

আবরার ফাইয়াজ বুয়েটের মেধাতালিকায় ৪৫০তম স্থানে আছেন, যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

আর পড়তে পারেন