আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম এবং ভিন্ন রীতিনীতি থাকতে পারে, তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের মধ্যে পার্থক্য থাকলেও আমরা একে অপরের শত্রু নই। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা একত্রিত হতে পারি। আমরা সবাই বাংলাদেশি, একই পরিবারের সদস্য।”
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “শপথ গ্রহণের পর থেকে শুনতে শুরু করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এতে মন খারাপ হয়ে গেল। এরপর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলাম, আমরা সবাই একই পরিবারের সদস্য। সংবিধান আমাদের সবার সমান অধিকার দিয়েছে—ধর্ম, বাকস্বাধীনতা এবং কাজ করার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে এখনো সংখ্যালঘুদের ওপর হামলার খবর শুনছি। তাই এই বিষয়ে সমাধানের পথ খুঁজতে সবাইকে নিয়ে বসেছি।”
দূর্গাপূজায় সরকারের নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “সেই সময়ের উৎসব পুরো জাতির মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছিল। তখন মনে হয়েছিল, কিছুটা হলেও কাজ করতে পেরেছি। কিন্তু এখন আবার নতুন করে হামলার খবর শোনা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমেও এই খবর প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি—এগুলো কতটা সত্য। তথ্যের মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে, যা বন্ধ হওয়া দরকার। প্রকৃত সত্য জানতে হলে গভীরে গিয়ে তদন্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারি তথ্য সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে। তাই সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করা জরুরি। প্রকৃত ঘটনা জানতে পারলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। যে-ই দোষী হোক না কেন, তাকে বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।”
ড. ইউনূস বলেন, “সমস্যা যাতে না ঘটে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আর সমস্যা ঘটলে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা নিতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সঠিক তথ্যপ্রবাহ থাকবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি ধর্মীয় নেতাদের কাছে অবাধ ও নির্ভুল তথ্য সংগ্রহের উপায় সম্পর্কে পরামর্শ চান। তিনি বলেন, “তথ্য সংগ্রহ করতে গিয়ে যেন কেউ বিব্রত না হয়, তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমানেই এই উদ্যোগ নিতে হবে, ভবিষ্যতের জন্য অপেক্ষা করার সুযোগ নেই।”