আমার কাছে মেসিই ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা- ব্রাজিলের থিয়াগো সিলভা

স্পোর্টস ডেক্সঃ
বিশ্ব ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। তিনি একাই যে কোন দলকে শেষ করে দিতে পারেন। তাঁর প্রতি তাঁর মুগ্ধতা নতুন কিছু নয়। আরও একবার সুযোগ পেতেই সেই মুগ্ধতার কথা জানিয়ে দিলেন থিয়াগো সিলভা।
পেলে, গারিঞ্চা থেকে শুরু করে রোনালদো—তাঁর নিজের দেশে কত কত কিংবদন্তি। তবে সিলভার চোখে সর্বকালের সেরা ফুটবলারের নাম মেসি।
ব্রাজিলের এই সেন্টার ডিফেন্ডার বলেছেন, ‘আমার কাছে মেসিই ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা। আমার দেখা সর্বকালের সেরা। তবে পরের ম্যাচটা ব্রাজিল বনাম আর্জেন্টিনার। ফলে মেসির প্রতি এই মুগ্ধতা ভবিষ্যতের জন্য তুলে রাখতে হবে।’
সেমি ফাইনালের আগে এমন মন্তব্যের ফলাফলটা দেখতে তাকিয়ে আছে ফুটবল বিশ্ব।