আমি নিজেই আমাদের সম্পর্ককে হিংসা করি: শিশির
স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জুটির একটি। নানা সময় নানা কারণে খবরের শিরোনামে আসে জনপ্রিয় এই জুটিটি।
এবার বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিবের স্ত্রী শিশির জানালেন নিজেদের সম্পর্কের ব্যাপারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিনি এই ব্যাপারে বলেন, ‘সম্পর্ক মানেই হল বৈষম্যহীন, পরিশীলিত ও মার্জিত দৃষ্টিভঙ্গীর প্রকাশ। আর আমরা এর সবগুলোই মেনে চলার চেষ্টা করি।’
এছাড়া তিনি আরো বলেন, ‘ তবে, এরপরেও আমি অবশ্যই বলবো, দম্পতি হিসেবে আমাদের দারুণ মানায়। আমি নিজেই আমাদের সম্পর্ককে হিংসা করি।’