আর্জেন্টিনার হার ও ব্রাজিলের ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের কে কোথায়
আর্জেন্টিনার হার ও ব্রাজিলের ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের কে কোথায়
ফিফা নভেম্বর আন্তর্জাতিক বিরতিতে দুইটি করে ম্যাচ খেলছে দক্ষিণ আমেরিকার দলগুলো। ম্যাচগুলো ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। প্রথম দিনেই মাঠে নেমেছে এই অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে কোনো দলই জয় পায়নি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। অন্যদিকে, আড়াই ঘণ্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির দল।
এদিন আরও একটি ম্যাচে ইকুয়েডর ৪-০ গোলে বিধ্বস্ত করে বলিভিয়াকে। তিনটি ম্যাচের ফলাফলে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পরিবর্তন দেখা দেয়।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের মাধ্যমে প্যারাগুয়ে উঠে এসেছে ছয় নম্বরে। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার কারণে দুই নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তিন নম্বরে। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া।
আগামী শনিবার (১৬ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনার সমান পয়েন্টে পৌঁছে যাবে কলম্বিয়া। অন্যদিকে, উরুগুয়েরও সুযোগ রয়েছে দুইয়ে ওঠার। শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে তারা চার নম্বর থেকে উঠে যাবে দুই নম্বরে, আর ব্রাজিল নেমে যাবে চার নম্বরে।
এক নজরে দেখে নেয়া যাক কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
আর্জেন্টিনা | ১১ | ৭ | ১ | ৩ | ২২ |
কলম্বিয়া | ১০ | ৫ | ৪ | ১ | ১৯ |
ব্রাজিল | ১১ | ৫ | ২ | ৪ | ১৭ |
উরুগুয়ে | ১০ | ৪ | ৪ | ২ | ১৬ |
ইকুয়েডর | ১১ | ৫ | ৪ | ২ | ১৬ |
প্যারাগুয়ে | ১১ | ৪ | ৪ | ৩ | ১৬ |
ভেনেজুয়েলা | ১১ | ২ | ৬ | ৩ | ১২ |
বলিভিয়া | ১১ | ৪ | ০ | ৭ | ১২ |
পেরু | ১০ | ১ | ৩ | ৬ | ৬ |
চিলি | ১০ | ১ | ২ | ৭ | ৫ |