আলেখারচরে বাস চাঁপায় চৌদ্দগ্রামের ইউসুফের মৃত্যু
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার আলেখারচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ইউসুফ (২৮) নামের এক মাইক্রো চালক নিহত হয়েছে। নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মৃত রবিউলের পুত্র। গত শনিবার (১২মে) দিবাগত রাত ৯টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় শ্যামলী পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো-চ ৫৩১২১৮) ধাক্কা দিলে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
পরে ময়নামতি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ইউসুফ ও তার গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এসময় শ্যামলী পরিবহনের চালক ও হেলফারকে আটক করা হয়েছে বলে জানা যায়।
নিহত ইউসুফ ব্যাক্তিজীবনে ১ মেয়ে ও ২ ছেলের জনক। স্থানীয় ইউপি সদস্য মো ঃ হানিফ মাইক্রোচালক ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ দরিদ্র পরিবারের সন্তান। গাড়ী চালিয়ে সাধারনভাবে জীবনযাপন করছে সে। তার মৃত্যুতে তিনটি সন্তান বাবা হারা হলো।