শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলেখারচর বিশ্বরোড থেকে গাঁজাসহ ২ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১২, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ মার্চ) ভোরে আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চরহাসান গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ জুয়েল (২৪) এবং কক্সবাজারের রামুর পূর্ব হাজিরপাড়া গ্রামের মৃত নূর আলমের ছেলে মোঃ কাওসার (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আর পড়তে পারেন