আষাঢ় মাসে- নুশরাত রুমু
আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৮

আষাঢ় মাসে সবুজ ঘাসে
সতেজ সারা মাঠ,
সূর্যি মামা যায় লুকিয়ে
চুকে কাজের পাট।
মেঘের সারি ঢালছে বারি
বিরাম নেইতো কভু,
চলাচলে কষ্ট লোকের
কাজে বেরোয় তবু।
সবার হাতে দিন বা রাতে
বাহারি সব ছাতা,
মেঠো পথে কাদার মাঝে
ডুবে পায়ের পাতা।
বিলের জলে বাতাস খেলে
দেখতে লাগে বেশ,
বক দাঁড়িয়ে মাছের আশায়
এইতো বাংলাদেশ।