শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাল্পনিক প্রেম

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০২০
news-image

তাসলিমা তাহা:

যখন তোমায় দেখেছি,ভেবেছি কে তুমি, তখন হঠাৎ করে মনের এক কোণে বাসা বাঁধলো এক কাল্পনিক প্রেম,তখন আমার চিন্তাভাবনা, ভালোবাসা, ভালোলাগা গুলো ছিলো শুধু তুমিময় আর তোমায় ঘিরে, তুমিই তখন হয়ে উঠলে মেয়েটির হঠাৎ এবং প্রথম ভালোবাসা যার আসমানিতে তুমি রাতের ধ্রুবতারা হয়ে ধরা দাও, মেয়েটি তোমায় তার জীবনের আলো ভাবে, মেয়েটি তোমার আঙ্গুল ধরে হাঁটতে চায়, মেয়েটি তোমার আলো হয়ে তোমার জীবনটিকে অপার আনন্দে রাঙিয়ে দিতে চায়, তুমি ছিলে মেয়েটির মন কারিগর, যার মনে ছিলো হাজারো সহস্র ভালোবাসা আর এতো মায়া, মেয়েটির ভালোবাসা ছিলো শুধু তোমার জন্য, হঠাৎ একদিন মেয়েটির ইচ্ছে হলো খুব কাছে এনে কানে কানে বলতে ভালোবাসি,

মেয়েটি অনুভব করলো তার অনুভবে তুমি, একদিন মেয়েটি উপলব্ধি করলো যাচ্ছো হারিয়ে, মেয়েটি প্রেম তুমি বলতে তোমাকেই বুঝতো আর মনে মনে বলতো ভালোবাসি, মেয়েটি মোমের দেয়াল ভেঙে ছুটে যেতে চাইলো তোমার কাছে, সে রাতে বৃষ্টি হয়েছিলো যে রাতে মেয়েটি তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছিলো, তুমি হয়তো চিনলেনা মেয়েটিকে যে ছিলো তোমার নীল পরী নীলাঞ্জনা, অপেক্ষার প্রহর গুনতে গুনতে মেয়েটি যখন তোমায় পেলোনা তখন তার মনে জন্ম নিলো এক ঈর্ষা  তখন মেয়েটি আবারো উপলব্ধি করলো তুমিই তার কাল্পনিক প্রেম যা শুধু রুপকথায় শোনা যায়, অবশেষে মেয়েটি বুঝতে পারলো রুপকথা এখন আর হয় না।

আর পড়তে পারেন