বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতাঃ অভিবাসনে পোকা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৮, ২০২২
news-image

 

দেবব্রত ঘোষ:

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।

আর পড়তে পারেন