শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা মহাসড়কে যাত্রীরা ফিরে পেল বাস ভাড়ার অতিরিক্ত টাকা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৯
news-image

 

শাহ ইমরানঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায়  অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিভিন্ন পরিবহন চালকের কাছ থেকে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া  ফিরিয়ে দেওয়া হয় যাত্রীদের।

রবিবার (১১ আগষ্ট) বিকেল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।  জেলা প্রশাসনের   নির্বাহী  ম্যাজিষ্ট্রেট জনি রায় এ অভিযানের নেতৃত্ব দেন।

নির্বাহী  ম্যাজিষ্ট্রেট জনি রায়  জানান, হাইওয়েতে অতিরিক্ত ভাড়া রাখায় জরিমানা করা হয় এবং নিদিষ্ট ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়।  প্রায় যাত্রীদের ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত  অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়া হয়। ১০ থেকে ১২ টা পরিবহনে এ অভিযান পরিচালনা করা হয়।

আর পড়তে পারেন