সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ইউপি সদস্য পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২৪
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড( হরিপুর- চররামনগর) সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে এক হাজার ৭৯৩ জন ভোটার।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন(৫১) গত ২৫ জানুয়ারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে ওয়ার্ডটি শুন্য করেন নির্বাচন কমিশন। দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইউসুফ-উর-রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আবুল হাসেম নামের এক ভোটার বলেন, অল্প বয়সে মেম্বার মৃত্যু বরণ করায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। পরিবারের সকলে মিলে সকাল সকাল ভোট প্রদান করলাম।

আমেনা বেগম নামের এক ভোটার বলেন, সকাল বেলা ভোট দিয়েছি পছন্দের প্রার্থীকে। কোন সমস্যা হয়নি।
ইউপি সদস্য পদে মোট সাজনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ লিল মিয়া (কদম ফুল)
মোঃ ফিরোজ (ফুটবল) বলেন ভোট গ্রহনের শান্তিপূর্ণ পরিবেশের জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে এতেই আমরা খুশি।

প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে উপনির্বাচনকে শান্তপূর্ন করতে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। এছাড়া সহকারী কমিশনার(ভূমি) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

আর পড়তে পারেন