শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউটিউবে প্রকাশ পেল ‘কৃক্ষপক্ষ’র ট্রেইলার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০১৬

riaaz-mahiবিনোদন ডেস্ক: ২৬ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। মুক্তির নয় দিন আগে ছবিটির ট্রেইলার ছাড়া হলো আজ। কৃষ্ণপক্ষের আফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি আপলোড করা হয়েছে। এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের ট্রেইলাটির বেশিরভাগ দৃশ্যেই দেখা গেছে রিয়াজ-মাহিকে। শুরুটা গান দিয়ে। মাঝখানে হাজির হলেন ফেরদৌস, তানিয়া আহমেদ, স্বাধীন খসরু। ট্রেইলারের শেষের দিকে দেখা গেলো ফারুক আহমেদকে। ট্রেইলারটির শেষ দিকের দৃশ্যে সড়ক দুর্ঘটনায় পরেন রিয়াজ-ফারুক। হাসপাতালে রিয়াজকে চিকিৎসাধীন রেখেই শেষ হলো ট্রেইলারটি। ট্রেইলার ছাড়া আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রিমিয়ারেও প্রশংসিত হয়েছে ছবিটি।

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, ফেরদৌস আহমেদ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিক স্বপন, আরফান আহমেদ, মাসুদ আখন্দ, ঝুনা চৌধুরী, জয়ীতা মহলানবীশ, মৌটুসী বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি, কায়েস চৌধুরী, ফারুক আহমেদ, রফিক উল্লাহ সেলিম, জুয়েল রানা, পূজা চেরী, এহসানুর রহমান, রিমু রোজা খন্দকার, মতিঊল আলম, লাবণ্য, টুকটুকি প্রমুখ।

ট্রেইলার:

আর পড়তে পারেন