ইনিংস ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক :
এবারই প্রথম শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে টেস্ট জিতলো ভারত। দেড় দিন বাকি থাকতে কলম্বো টেস্টে এক ইনিংস ও ৫৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ টেস্টের টানা দুটিতে জিতে সিরিজ নিজেদেও করে নিল বিরাট কোহলিবাহিনী।
ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে শ্রীলঙ্কা। লক্ষ্য পূরণ হলো না। তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩৮৬ রানে। খেলা শেষ চারদিনেই।
ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তুলেছিল ২ উইকেটে ২০৯। কুশল মেন্ডিস (১১০) শতরান করেন। চতুর্থ দিন সেঞ্চুরি করলেন দিমুথ করুণারতেœ। ১৪১ রানে আউট হন তিনি। লাঞ্চের সময় শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৩০২। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৬) ও নিরোশান ডিকওয়ালে (৩১) ছাড়া কেউই রান পাননি। রবীন্দ্র জাদেজা নিলেন ৫ উইকেট। ২টি করে উইকেট গেল অশ্বিন ও হার্দিক পা-িয়ার ঝুলিতে।
ভারতের ৬২২/৯ (ডিক্লেয়ার্ড) জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিন গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে। নিরোশান ডিকওয়ালে (৫১) ছাড়া কেউ সফল নন। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে যায় ৫ উইকেট। ২টি করে উইকেট পান মহম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা। ৪৩৯ রানে এগিয়ে ছিল ভারত। তাই শ্রীলঙ্কাকে ফলোঅন করায় ভারত। একেবারে সঠিক সিদ্ধান্ত। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও চতুর্থ দিন চায়ের বিরতির ঠিক আগেই শেষ হয়ে গেল খেলা। -ক্রিকইনফো