রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ডোনাল্ড ট্রাম্প

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২৪
news-image

ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “বিশ্ব এখন আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব সেই আগুন নেভাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমালোচনা করে ট্রাম্প বলেন, “এই দুই ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।”

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, “বিশ্ব এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের কোনো সঠিক নেতৃত্ব নেই, এবং দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুরোপুরি অনুপস্থিত।”

তিনি আরও বলেন, “প্রশাসনে ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ দায়িত্বে নেই, এবং স্পষ্ট নয় যে কে বেশি বিভ্রান্ত—বাইডেন নাকি কমলা। তাদের কাছে আসলে কী ঘটছে, তা বোঝারও ক্ষমতা নেই।”

ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেন, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ ছিল না, ইউরোপে কোনো সংঘাত ছিল না এবং এশিয়ায় শান্তি ছিল। তখন মুদ্রাস্ফীতি ছিল না, আফগানিস্তানে কোনো বিপর্যয় ছিল না। তিনি বলেন, “আমাদের শান্তি ছিল। এখন সারা বিশ্বে যুদ্ধের হুমকি আর ক্ষোভ বিরাজ করছে। জো বাইডেন এবং কমলা হ্যারিসের মতো অযোগ্য নেতৃত্বের কারণে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।”

এছাড়া, আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসকে জেতাতে ইরান কাজ করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান মরিয়া হয়ে কমলাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, কারণ তারা জানে যে কমলা ক্ষমতায় থাকলে তারা আমেরিকার ওপর সুবিধা নিতে পারবে।”

তিনি আরও অভিযোগ করেন, ইরানের কারণে তার নির্বাচনি প্রচারণায় বারবার হামলা হয়েছে।

ট্রাম্প তার বিবৃতিতে আরও দাবি করেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন, তবে ৭ অক্টোবর হামাসের হামলা ঘটতো না। তিনি প্রতিশ্রুতি দেন যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে মধ্যপ্রাচ্যে পুনরায় শান্তি ফিরিয়ে আনবেন।

তিনি বলেন, “যদি আমি প্রেসিডেন্ট হতাম, ৭ অক্টোবরের ঘটনা কখনও ঘটত না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও শুরু হতো না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং অর্থনীতির মুদ্রাস্ফীতিও দেখতে হতো না। যদি আমি আবার জিতি, বিশ্বে শান্তি ফিরবে। আর যদি কমলা আরও চার বছর ক্ষমতায় থাকেন, তবে বিশ্ব আগুনে পুড়বে।”

আর পড়তে পারেন