ইসরায়েলকে আরও ৮শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে আরও ৮শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের কাছে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পরিকল্পনার কথা দেশটির কংগ্রেসকে জানিয়েছে। এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ত্রের এই চালান পাঠানোর জন্য হাউজ এবং সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। প্রস্তাবিত চালানে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে এই অস্ত্র বিক্রির পরিকল্পনার ঘোষণা আসে। গাজায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানানো হলেও সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।
এর আগে, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে প্রায় ২ হাজার কোটি ডলারের ফাইটার জেট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছিল।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন চালানে আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি গোলা এবং বিভিন্ন ধরনের বোমা রয়েছে।
অস্ত্র বিক্রির সাথে সংশ্লিষ্ট একজন সূত্র বিবিসিকে জানিয়েছেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নাগরিকদের আত্মরক্ষার অধিকার রয়েছে। একইসঙ্গে ইরান ও তার প্রক্সিদের আগ্রাসন প্রতিরোধে ইসরায়েলকে প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা হবে।”
জো বাইডেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে বারবার ‘অবিচ্ছেদ্য’ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। দেশটি ইসরায়েলকে উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করতেও সহায়তা করছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইসরায়েল যে অস্ত্র আমদানি করেছে, তার ৬৯ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে এসেছে। তবে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের স্থল অভিযানের কারণে ২ হাজার পাউন্ড ও ৫০০ পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছিল।