ঈদের দ্বিতীয় দিন ইসরাইলি হামলায় নিহত ৭৫ ফিলিস্তিনি

ঈদের সময়েও ইসরাইলি বর্বরতার শিকার হতে হলো ফিলিস্তিনিদের। গাজা উপত্যকায় ঈদুল আজহা উদযাপনের পরের দিনই ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৫ জন, আহত হয়েছেন প্রায় ১০০ জন। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলায় একই পরিবারের ১৬ সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে ৬ জন শিশু ছিল।
গাজায় ইসরাইলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে অসংখ্য লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান, ইসরাইলি বাহিনী হামলার আগে কোনো সতর্কতা দেয়নি। এখনও ধ্বংসস্তূপের নিচে ৮৫ জন আটকে রয়েছেন, যাদের উদ্ধার কাজ চলছে। তিনি এই হামলাকে “ঠান্ডা মাথায় গণহত্যা” বলে অভিহিত করেছেন, কারণ নিহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
এই হামলার আগে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও ইসরাইলি সেনারা গুলি চালায়, যাতে ৮ জন নিহত হন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের মুজাহেদিন ব্রিগেডের নেতা আসাদ আবু শারিয়াকে হত্যা করেছে, যিনি ২০২৩ সালের হামাসের হামলায় জড়িত ছিলেন। হামাসও টেলিগ্রামে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এর আগে, ঈদুল আজহার দিনেই (৬ জুন) গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ফিলিস্তিনিদের ওপর এই নির্বিচার হত্যাকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দা ও হস্তক্ষেপের দাবি তুলেছে।