এনার্জিপ্যাক এর আমদানিকৃত পিয়াজিও পোর্টার পিকাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রেস রিলিজঃ
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিঃ এর মটর ভেহিকেল ডিভিশন (এম ভি ডি) এগারো বছর ধরে সাফল্যের সাথে চায়না ব্র্যান্ড এর কমার্শিয়াল ভেহিকেল বাংলাদেশের গ্রাহকদের জন্য বাজারজাত করে আসছে । সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার নিয়ে আসছে ইতালির ১ নম্বর ব্র্যান্ড পিয়াজিও । সম্প্রতি এনার্জিপ্যাক তেজগাঁও অফিসে ইতালির ১ নম্বর ব্র্যান্ড পিয়াজিও পিকাপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।
উক্ত মেলার শুভ উদ্বোধন করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব হুমায়ুন রশীদ, পরিচালক প্রকৌশলী রেজওয়ানুল কবির, পরিচালক এনামুল হক চৌধুরি এবং পরিচালক নুরুল আখতার ও “মটর ভেহিকেল ডিভিশন (এম ভি ডি)” এর মহাব্যবস্থাপক ও পরিচালনা প্রধাণ – জনাব জসীম উদ্দিন (স্বপন) এবং সিনিয়র ম্যানেজার এস এম আলী । এ সময় এনার্জিপ্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য সমগ্র বাংলাদেশে ক্রেতা ও পরিবেশকদের জন্যে সাফল্যতার সাথে পুরো নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে চলবে পিয়াজিও রোড শো ও মেলা এবং বিশেষ অফার ।