এবারও শতভাগ পাশ করেছে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা

মো. আরিফুর রহমান মজুমদার:
২০১৭ সালের মাদ্রাসা শিক্ষা বোডের ঘোষিত আলিম পরিক্ষার ফলাফলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় এবারও শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এবারের পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ জন, বাকী সবাই এ গ্রেডে পাশ করেছে। মাদ্রাসার গভর্ণির বডির সভাপতি সালাউদ্দিন মজুমদার ও সহ-সভাপতি আবুল খায়ের মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এবারও আমাদের ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শতবাগ পাশ করেছে তার জন্য আমরা খুশি এবং আগামীতে আরো ভাল রেজাল্ট করব। এ ধারাবাহিকভাবে ভালো ফলাফলের পেছনে গভণিং বডির অবিভাবক সদস্য ইসহাক মজুমদার বাচ্চু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদসহ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফসল।