এসএসসি মডেল টেস্ট : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
এসএসসি মডেল টেস্ট : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
মান : ৪০
১। বাংলার রাজনৈতিক বিকাশ ঘটেছে কিভাবে?
ক. ধারাবাহিকভাবে
খ. পরিকল্পিতভাবে
গ. সাধারণভাবে
ঘ. বিচ্ছিন্নভাবে
২। কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?
ক. এগারো
খ. বারো
গ. তেরো
ঘ. চৌদ্দ
৩। সেন শাসন কত বছর অব্যাহত ছিল?
ক. প্রায় এক শ বছর
খ. প্রায় দুই শ বছর
গ. প্রায় তিন শ বছর
ঘ. প্রায় চার শ বছর
৪। প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহের ক্ষেত্রে কোন নামটি সাদৃশ্যপূর্ণ?
ক. দেবপাল
খ. গোপাল
গ. আলেকজান্ডার
ঘ. পাটলি
৫। ভারত আক্রমণ করেন কে?
ক. শশাঙ্ক
খ. পাটলিপুত্র
গ. গোপাল
ঘ. আলেকজান্ডার
৬। সাগরদিঘি কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে
খ. বগুড়ায়
গ. রংপুরে
ঘ. মুর্শিদাবাদে
৭। মহীপাল কোন জাতিকে বিতাড়ন করেন?
ক. কম্বোজ জাতি
খ. খড়গ জাতি
গ. দেব জাতি
ঘ. বর্ম জাতি
৮। দিব্যেক কোন বিদ্রোহের নেতা ছিলেন?
ক. কৈবর্ত বিদ্রোহ
খ. সিপাহি বিদ্রোহ
গ. সমাপ্ত বিদ্রোহ
ঘ. সাঁওতাল বিদ্রোহ
৯। কান্তিদেবের পিতামহের নাম কী ছিল?
ক. ধনদত্ত
খ. আনন্দদেব
গ. ভদ্রদত্ত
ঘ. ভাবদেব
১০। কোনটি ত্রৈলোক্যচন্দ্রের উপাধি?
ক. মহারাজধিরাজ
খ. পরমেশ্বর
গ. পরমভট্টারক
ঘ. রাজাধিরাজ
১১। লালমাই পাহাড়ের প্রাচীন নাম কী ছিল?
ক. লাল পাহাড়
খ. কালো পাহাড়
গ. রোহিতগিরি
ঘ. সোমপুর বিহার
১২। শ্রীচন্দ্র কোথায় রাজধানী স্থাপন করেন?
ক. বিক্রমপুরে
খ. বর্ধমানে
গ. দেবলপর্বতে
ঘ. সোনারগাঁয়ে
১৩। শ্রীচন্দ্র মোট কত বছর রাজত্ব করেন?
ক. ২৫ খ. ৩৫
গ. ৪৫ ঘ. ৫৫
১৪। জাতবর্মার পিতার নাম কী ছিল?
ক. রাজেন্দ্রবর্মা
খ. ভোজবর্মা
গ. ব্রজবর্মা
ঘ. কান্তবর্মা
১৫। হরিবর্মার পর রাজা হন কে?
ক. ব্রজবর্মা
খ. কান্তবর্মা
গ. সামলবর্মা
ঘ. জাতবর্মা
১৬। খরগড়ের রাজধানী কোথায় ছিল?
ক. কর্ণসুবর্ণ
খ. কর্মাপ্ত বসাক
গ. গৌড়
ঘ. হরিকেল
১৭। দেব বংশের কতজন রাজার নাম জানা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৮। চন্দ্র বংশের রাজাদের মূল কেন্দ্র কোথায় ছিল?
ক. কুমিল্লার লালমাই পাহাড়
খ. কুমিল্লার বড় কামতা
গ. বগুড়ার মহাস্থানগড়
ঘ. ঢাকার বিক্রমপুর
১৯। চন্দ্র বংশের শেখ রাজা কে ছিলেন?
ক. পূর্ণচন্দ্র
খ. গোবিন্দচন্দ্র
গ. শ্রীচন্দ্র
ঘ. কল্যাণচন্দ্র
২০। বর্ম বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. বজ্রবর্মা
খ. জাতবর্মা
গ. হরিবর্মা
ঘ. সামলবর্মা
২১। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. সমাপ্ত সেন
খ. বিজয় সেন
গ. লক্ষণ সেন
ঘ. অজয় সেন
২২। বল্লাল সেনের বিশেষ উপাধি ছিল কোনটি?
ক. মহারাজাধিরাজ খ. অরিরাজ বৃষভ শঙ্কর
গ. মহাভট্টাকার
ঘ. অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর
২৩। বিলাসদেবী কোন বংশের কন্যা ছিলেন?
ক. বর্ম
খ. কান্তিদেব
গ. শূর
ঘ. খড়গ
২৪। বল্লাল সেনের শাসনকাল কোনটি?
ক. ১১৬০-১১৭৮ খ্রিস্টাব্দ
খ. ১১৬০-১১৭৯ খ্রিস্টাব্দ
গ. ১১৬০-১১৮০ খ্রিস্টাব্দ
ঘ. ১১৬০-১১৮১ খ্রিস্টাব্দ
২৫। ‘দানসাগর ও অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে?
ক. বিজয় সেন
খ. বল্লাল সেন
গ. সন্ধ্যাকর নন্দি
ঘ. লক্ষণ সেন
২৬। বল্লাল সেনের সময়ে কোন ধর্ম দুর্বল হয়ে পড়ে?
ক. জৈন
খ. হিন্দু
গ. শৈব
ঘ. বৌদ্ধ
২৭। বল্লাল সেনের পর ক্ষমতা গ্রহণ করেন কে?
ক. হেমন্ত সেন
খ. বিজয় সেন
গ. সমাপ্ত সেন
ঘ. লক্ষণ সেন
২৮। লক্ষণ সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. শৈব
খ. হিন্দু
গ. বৈষ্ণব
ঘ. বৌদ্ধ
২৯। বরেন্দ্র উদ্ধারের জন্য বিজয় সেন রামপালকে সাহায্য করেন কেন?
ক. স্বাধীনতা লাভের জন্য
খ. আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য
গ. শক্তি প্রদর্শনের জন্য
ঘ. বিহার দখল করার জন্য
৩০। সমাপ্ত সেনকে সেন বংশের কী বলা হয়?
ক. দুর্বল শাসক
খ. শ্রেষ্ঠ শাসক
গ. শেষ শাসক
ঘ. প্রতিষ্ঠাতা
৩১। বিজয় সেনের মহিষীর নাম কী ছিল?
ক. বিলাসমণি
খ. বিলাসদেবী
গ. রাজ্যশ্রী
ঘ. ভাগ্যশ্রী
৩২। সেন বংশের কোন রাজা অত্যন্ত সুপণ্ডিত ছিলেন?
ক. হেমন্ত সেন
খ. সমাপ্ত সেন
গ. বিজয় সেন
ঘ. বল্লাল সেন
৩৩। কোন শক্তির হাতে সেন রাজত্বের অবসান ঘটে?
ক. হিন্দু শক্তির
খ. মুসলিম শক্তির
গ. খ্রিস্টান শক্তির
ঘ. বৌদ্ধ শক্তির
৩৪। পাটলিপুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
ক. মগধাদি
খ. আলেকজান্ডার
গ. গোপাল
ঘ. শশাঙ্ক
৩৫। কোন সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ ও কম্ব বংশের আবির্ভাব ঘটে?
ক. মৌর্য সাম্রাজ্যের
খ. সেন সাম্রাজ্যের
গ. মোগল সাম্রাজ্যের
ঘ. গুপ্ত সাম্রাজ্যের
৩৬। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ৩১০ খ্রিস্টাব্দে
খ. ৩২০ খ্রিস্টাব্দে
গ. ৩৩০ খ্রিস্টাব্দে
ঘ. ৩৪০ খ্রিস্টাব্দে
৩৭। গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
ক. ময়নামতি
খ. সোনারগাঁ
গ. বরেন্দ্র
ঘ. কোনোটিই সঠিক নয়
৩৮। ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভবের সঙ্গে সাদৃশ্য রয়েছে—
ক. গুপ্ত সাম্রাজ্যের উত্থান
খ. গুপ্ত সাম্রাজ্যের পতন
গ. মৌর্য সাম্রাজ্যের উত্থান
ঘ. মৌর্য সাম্রাজ্যের পতন
৩৯। কত শতকের প্রথমার্ধে গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে?
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
৪০। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে কী বলা হতো?
ক. সামন্ত
খ. মহাসামন্ত
গ. বসন্ত
ঘ. রাজন্ত
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ
৬. ঘ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক
১১. গ ১২. ক ১৩. গ ১৪. গ
১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক
১৯. গ ২০. খ ২১. খ ২২. ঘ
২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ঘ
২৭. ঘ ২৮. গ ২৯. ক ৩০. ঘ
৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক
৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ
৩৯. খ ৪০. খ